জমি কেনার পরপরই নামজারী / জমাখারিজ করিয়ে নিন মালিকানা স্বত্ত্ব সঠিক রাখুন
1. নামজারী. জমাখারিজ এর আবেদন জমা দেওয়ার স্থান: উপজেলা ভূমি অফিস, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।
2. নামজারী / জমাখারিজ এর আবেদনের সাথে সংযুক্ত প্রয়োজনীয় কাগজপত্র:
3. শুনানীতে উপস্থিতির সময় সকল কাগজপত্রের মূলকপি সঙ্গে আনতে হবে।
4. নামজারী জমাভাগ ও জমা একত্রিকরণ এর মোট ফি- 1170/-
5. আবেদন নিষ্পত্তির সময়সীমা 45 (পঁয়তাল্লিশ) কর্মদিবস।
6. ফি/ টাকা জমা দিয়ে ডিসিআর/ দাখিলা সংগ্রহ করুন।
7. প্রয়োজনীয় সহযোগিতা ও যে কোন অভিযোগের ক্ষেত্রে সহকারী কমিশনার (ভূমি) উপজেলা নির্বাহী অফিসার/ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর সহিত যোগাযোগ করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস