Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা ভূমি অফিস

ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।

 

‘‘ সিটিজেন চার্টার ’’

 

 

১। নাম জারী ও জমা খারিজ সহজি করণঃ

(ক) আবেদন প্রাপ্তির রশিদ প্রদান  ও আবেদন প্রাপ্তির ৩০/৪৫ দিনের  মধ্যে

      নিষ্পত্তি করা হয়।

 

(খ) জমা খারিজ মঞ্জুর হওয়ার সাথে সাথেই খতিয়ান/পর্চা  প্রদান করা হয়।

 

(গ) জমা খারিজ আবেদনের সাথে ৫/- টাকা মূল্যের কোর্ট ফি দিতে হবে।

 

 (ঘ) রেকর্ড সংশোধন বাবদ ২৫০/- টাকা ডি.সি.আর এর  মাধ্যমে প্রদান

       করতে হবে।

 

২। ভূমিহীন পরিবারদের মধ্যে কৃষি খাস জমি বরাদ্দের আবেদন গ্রহন ও কমিটির মাধ্যমে 

     বন্দোবসত্ম প্রদানের ব্যবস্থা গ্রহন ।

 

৩। জমা খারিজ পুনর্বিবেচনা/বাতিলের আবেদন গ্রহন। আবেদনের সাথে ৫/- টাকা মূল্যের

     কোর্ট ফি প্রদান  ছাড়া আর কোন ফি লাগবে না।

 

৪। রেকর্ড পত্র হাল করনের আবেদন গ্রহন ।

৫। ভূমি উন্নয়ন কর নির্ধারণ সংক্রান্ত আবেদন গ্রহন।

৫। হাট-বাজারের সপ লাইসেন্স (চান্দিনা ভিটি একসনা লীজ) এর  আবেদন গ্রহন ও

     লীজমানী আদায়।

 

৬। অর্পিত সম্পত্তির লীজ নবায়ন ও লীজমানি আদায়।

৭। বিবিধ বিষয়ক আবেদন গ্রহন ।

৮। কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন সময়ে আদেশকৃত কার্যাবলী বাস্তবায়ন।